Kolkata Knight Raiders : সাউদিকে নিয়ে কেন আশায় বুক বাঁধছে কলকাতা নাইট রাইডার্স?
স্ত্রী সন্তানসম্ভবা। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চান প্যাট কামিন্স। তাই আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন না। তাঁর এই সিদ্ধান্তের কথা আগেই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন কামিন্স। কামিন্সের পরিবর্তে নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদিকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে সাউদিকে। ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে টিম সাউদির। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন দলের হয়ে টানা আইপিএল খেলেছেন। পরপর দুবার আইপিএলে খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের এই জোরে বোলারের। শেষবার আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে ৪০টি ম্যাচ খেলেছেন সাউদি। তাঁর ঝুলিতে রয়েছে ২৮টি উইকেট। সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট। ইকনমি ৮.৭৩। সবমিলিয়ে সাউদি মোট টি২০ ম্যাচ খেলেছেন ২০১টি। উইকেট নিয়েছেন ২২৪টি। সেরা বোলিং ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট। ব্যাট হাতে ৮১৪ রান করেছেন, দুটি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর ৭৪। সাউদি দলে আসায় খুশি কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে ম্যাচ উইনার সাউদির অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন তিনি।আইপিএলের বাকি ম্যাচ খেলতে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহী রওনা হবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে মুম্বইতে রয়েছেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্টের সদস্যরা। তারই মধ্যে বড় চমক দিল শাহরুখ খানের দল সাউদিকে দলে নিয়ে। তবে প্যাট কামিন্সের না থাকাটা বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের কাছে। চলতি আইপিএলে বোলিংয়ের পাশাপাশি পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছিলেন কামিন্স। যদিও সাউদির ব্যাটের হাতও খুব একটা খারাপ নয়। সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হন সাউদি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে দলের প্রয়োজনের সময় তিনি করেছিলেন ৪৬ বলে ৩০ রান। একটি চার ও দুটি ছক্কার সাহায্যে। তাঁর ইনিংসের সুবাদেই ভারতের রান টপকাতে সুবিধা হয়েছিল নিউজিল্যান্ডের।